পৃষ্ঠাসমূহ

Notice:

Comming Soon

বুধবার, ১৪ এপ্রিল, ২০১০

নতুন বছর আসে আর যায়

নতুন বছর আসে আর যায়
অতিউৎসাহ নিয়ে বরণ করা হয় নববর্ষ
নতুন ভাবে দেখা দেয় কত পরিকল্পনা
বছর শেষে ওগুলোর হদিশ রাখে কে?
তবুও করি নতুন চিন্তা,
নতুন বছর আসে আর যায়‌


২৫ নববর্ষ এল, বুঝতে বুঝতে চলে গেল ১০
বুঝলাম যখন, কত সাবধানতা
১লা দিনটি যেভাবে যাবে,
গোটা বছর কাটবে সেভাবে;
কোনমতেই কোন বিপদ ঘটানো যাবে না
বাবা মার ধমক, দাদার হাতের মার
শিক্ষকের বকুনী কোনটিই নয়।
শুধু খাব হালখাতার মিষ্টি, পাব মায়ের আদর
থাকবে পরণে নতুন কাপড়।

একসময় নববর্ষ নিয়ে এল নতুন একটি দিন
মনের ভিতর যেদিন বসন্তের হাওয়া বয় হু হু করে
বৈশাখী মেলা।, আসলেই মেলা পরীদের সমাহার
বছরের ১লাতে, শুধু পরী আর পরী
বৈশাখের হাওয়া পরীদের গন্ধ দেয় গায়
কোন এক পরীর গন্ধ যায়না কিছুতেই
বাড়ী ফিরার হযেছে সময়;
নববর্ষ সেতো আসে আর যায়

নববর্ষের সুবাসটা আমি টের পাই
কেমন যেন একটা মিশেল সুবাস,
অনেক কিছু মিলেমিশে একাকার বুঝতে পারি
পারিনা অনুভব করতে আগের মতন।

বটের হাওয়া পায়, শুনতে পারি মেলার গমগম শব্দ
আমার পরী এখন আর আসেনা, বুঝতে পারি না কি করা উচিত;
ভাবি সামনে বর্ষা, ঘরের চালটা থেকে রাতে চাঁদ দেখা যায়;
বোনটাও বেড়ে উঠেছে, ওর বিয়ে দিতে হবে
বাবর ঔষধ, মার পুরনো শাড়ীটাও না থাকার মতন
দোকানে বাকীর খাতায় অনেক গুলো পাতা আমারই দখলে
মিষ্টি নিতে হলে টাকা দিতে হবে

আগের পরিকল্পনাগুলোতো সবই ব্যর্থ
তবুও করি নতুন চিন্তা
নতুন বছর আসে আর যায়
কত উৎসাহ নিয়ে বরণ করা হয় নববর্ষ