কথা বলতে আমার মনটা একটু উদ্গ্রীব। কিন্তু কেউ সেঠা শুনতে চায় না। এজন্যই আমি লিখি। কোন কথায় আমি সম্পূর্ন ভাবে বলে শেষ করতে পারি না। লেখার মধ্যে কথার ভাবটা শেষ না হলেও, বাক্যটা অন্তত শেষ করতে পারি।
কম্পিউটার বিজ্ঞানে স্নাতকত্তোর অধ্যায়নরত অবস্থাতেই পেশায় একজন ব্যাংক তথ্যপ্রযুক্তি কর্মকর্তা। লখাটা সে রকম আসে না। তারপরেও লিখতে খুব ইচ্ছা করে। এই ইচ্ছাশক্তিটাই হয়ত একদিন আমাকে লেখক করে তুলবে, মন আমার সেরকমই বলে।