কত ফুলের অলি হতে মন চেয়েছে
তার ইয়ত্তা কি কেউ রাখে!
কেউ রাখে না, তবে রয়ে যায় কিছু কিছু-
মনের কোঠরে, ওলিকে তাড়া করে পিছু পিছু।
সেই যে শুরু সেই ছোট্টটি থেকে
তখন শুধু লাগত ভালো দেখতে,
চাইনি তুলে রাখতে কখনও নিজের কাছে।
ওলি বড় হল, এখন শুধু দেখতে ভালো লাগা নয়
জানাতে হবে ফুলকে, তোমার গন্ধ নিতে চাই।
ওলির চলার পথে অসে নানান ফুল
কারো চোখ, কারো ঠোঁঠ কারো বা ভালো লাগে চুল;
ফুলকে শুধু জানিয়ে শেষ নয়
যেকোন ভাবে তাকে কাছে পেতে চায়।
পেল কাছে ওলি তাকে,রয়ে যায় পাশে পাশে,
অসলে বন্দীদশায় ;ওলি বলে তবু ভালোবাসি তোমায়
তারপরেও কত ফুল, করে ইচ্ছা করি ভুল,
ওলি তবু থাকে নিশ্চল।
বন্দীদশায় ঘোরে ওলি, ঘরে যে আছে তারও কুড়ি
আশেপাশে নবওলি করে উড়াউড়ি।
শুক্রবার, ১৪ মে, ২০১০
বুধবার, ১২ মে, ২০১০
তবুও চাকা ঘোরাতে হবে
পাদুটো যায় ভেঙ্গে, মুখটা ভেজা ঘামে
তবুও চাকা ঘোরাতে হবে, পথের ডানেবামে,
হায়রে কপাল! বিশ্রামরও পায় না তারা ভাগ
পৃথিবীতেই বেঁচে থাকা, মনে হয় যেন পাপ।
পরনের কাপড়ই সাথে থাকে, গ্রীষ্ম কিবা বর্ষা
মাথার উপরের খাখা রোদ্দুর কিবা কনকনে ঠান্ডা,
শত কষ্ট শত অবিচার জমা হয় প্রতিদিন
তবুও চাকা ঘোরাতে হবে, শোধরাতে হবে ঋণ।
হয়না খাওয়া পেটটি ভরে, জমাতে হবে টাকা
ছেলেমেয়ের মুখটা ভেসে ওঠে
খাওয়া হবে, পাঠালে টাকা শহর থেকে ওদের বাবা।
চোখে চলে আসে পানি, করেনি ক্ষমা বিধাতা ওদেরও
টানতে হবে বাপেরই মতনই, জীবন পাপের ঘানি।
সময়ের সাথে দাড়ি চুলে ধরে পাঁক
আর যে পারেনা শরীর, মন বলে এবার থাক।
তবুও অভাব করে না ক্ষমা, সন্তানেরা নেই সাথ
কেউতো নেই দেবে বিশ্রাম, দুখের নেবে ভাগ।
পাদুটো যায় ভেঙ্গে, মুখটা ভেজা ঘামে
তবুও চাকা ঘোরাতে হবে, পথের ডানেবামে।
তবুও চাকা ঘোরাতে হবে, পথের ডানেবামে,
হায়রে কপাল! বিশ্রামরও পায় না তারা ভাগ
পৃথিবীতেই বেঁচে থাকা, মনে হয় যেন পাপ।
পরনের কাপড়ই সাথে থাকে, গ্রীষ্ম কিবা বর্ষা
মাথার উপরের খাখা রোদ্দুর কিবা কনকনে ঠান্ডা,
শত কষ্ট শত অবিচার জমা হয় প্রতিদিন
তবুও চাকা ঘোরাতে হবে, শোধরাতে হবে ঋণ।
হয়না খাওয়া পেটটি ভরে, জমাতে হবে টাকা
ছেলেমেয়ের মুখটা ভেসে ওঠে
খাওয়া হবে, পাঠালে টাকা শহর থেকে ওদের বাবা।
চোখে চলে আসে পানি, করেনি ক্ষমা বিধাতা ওদেরও
টানতে হবে বাপেরই মতনই, জীবন পাপের ঘানি।
সময়ের সাথে দাড়ি চুলে ধরে পাঁক
আর যে পারেনা শরীর, মন বলে এবার থাক।
তবুও অভাব করে না ক্ষমা, সন্তানেরা নেই সাথ
কেউতো নেই দেবে বিশ্রাম, দুখের নেবে ভাগ।
পাদুটো যায় ভেঙ্গে, মুখটা ভেজা ঘামে
তবুও চাকা ঘোরাতে হবে, পথের ডানেবামে।
মঙ্গলবার, ১১ মে, ২০১০
স্বপ্নকন্যা
আমি বুঝিনা স্বপ্নকন্যা কে,
একটিবারও ডুবতে পারিনি তার রূপের বন্যাতে;
কে জানে স্বপ্নকন্যা কে?
স্বপ্নকন্যা খুঁজতে যেয়ে
পাইনি নতুন কারোর দেখা,
এসেছে বারবার ফিরে
পাশের বাড়ীর নিলু
অথবা সহপাঠী শশীর কথা।
স্বপ্নকন্যা নাকি স্বপ্নে আসে!
স্বপ্নেতেই বসবাস।
কেউ আসেনি স্বপ্নে আমার,
তার জন্য মন করে ফিঁসফাঁস।
স্বপ্নকন্যা দেয়না দেখা
নেয়না কোন খবর,
নীলু শশীও দিনে দিনে
হচ্ছে আমার উপর বেজাড়।
স্বপ্নকন্যা, তুমি নির্মম
থাকযে সবারই মরমে;
আমি চাই না, বুঝতেও চাইনা
কে জানে স্বপ্নকন্যা কে?
একটিবারও ডুবতে পারিনি তার রূপের বন্যাতে;
কে জানে স্বপ্নকন্যা কে?
স্বপ্নকন্যা খুঁজতে যেয়ে
পাইনি নতুন কারোর দেখা,
এসেছে বারবার ফিরে
পাশের বাড়ীর নিলু
অথবা সহপাঠী শশীর কথা।
স্বপ্নকন্যা নাকি স্বপ্নে আসে!
স্বপ্নেতেই বসবাস।
কেউ আসেনি স্বপ্নে আমার,
তার জন্য মন করে ফিঁসফাঁস।
স্বপ্নকন্যা দেয়না দেখা
নেয়না কোন খবর,
নীলু শশীও দিনে দিনে
হচ্ছে আমার উপর বেজাড়।
স্বপ্নকন্যা, তুমি নির্মম
থাকযে সবারই মরমে;
আমি চাই না, বুঝতেও চাইনা
কে জানে স্বপ্নকন্যা কে?
শনিবার, ৮ মে, ২০১০
স্বপ্ন দেখতে ভয়
আমার স্বপ্ন দেখতে বড্ড বেশী ভয় হয়,
হাই কন্ট্রাস্টের রঙ্গীন স্বপ্নগুলো
বাস্তবায়নের পর শুধুই ধূসরময়
স্বপ্ন দেখতে সত্যি বলছি বড্ড ভয় হয়।
কুঅভ্যাসটা কোনমতেই ছাড়েনা কেন যে পাছ,
সেই ছোট্ট থেকেই শয়তানগুলো থাকে সাথ সাথ।
মায়ের কোলে সেই যে শুরু স্বপ্ন দেখার খেলা
মিথ্যা স্বপ্ন হয়নি সত্য;
জোটেনি চাঁদের টিপ কপালে আমার
জন্য একটি ছোট্ট বেলা।
বয়সের সাথে স্বপ্ন কতযে এসেছে নতুন রূপে,
ভেবেছি করব কতনা কিছু, বাস্তবে সবই ফিঁকে।
স্বপ্ন! তুমি যে শুধুই স্বপ্ন, বড়ই বেদনাময়
স্বপ্ন দেখতে সত্যি বলছি বড্ড ভয় হয়।
হাই কন্ট্রাস্টের রঙ্গীন স্বপ্নগুলো
বাস্তবায়নের পর শুধুই ধূসরময়
স্বপ্ন দেখতে সত্যি বলছি বড্ড ভয় হয়।
কুঅভ্যাসটা কোনমতেই ছাড়েনা কেন যে পাছ,
সেই ছোট্ট থেকেই শয়তানগুলো থাকে সাথ সাথ।
মায়ের কোলে সেই যে শুরু স্বপ্ন দেখার খেলা
মিথ্যা স্বপ্ন হয়নি সত্য;
জোটেনি চাঁদের টিপ কপালে আমার
জন্য একটি ছোট্ট বেলা।
বয়সের সাথে স্বপ্ন কতযে এসেছে নতুন রূপে,
ভেবেছি করব কতনা কিছু, বাস্তবে সবই ফিঁকে।
স্বপ্ন! তুমি যে শুধুই স্বপ্ন, বড়ই বেদনাময়
স্বপ্ন দেখতে সত্যি বলছি বড্ড ভয় হয়।
বুধবার, ৫ মে, ২০১০
www.galpojockey.com
একটি গল্প কিছুক্ষন পড়ার পর কতবার যে মনে হয় যদি গল্পের পরের টুকু আপনার ইচ্ছেমত চলত তাহলে আপনি নতুন কিছু করতেন; আপনার প্রিয় চরিত্রটাকে চালাতেন আপনার ইচ্ছানুযায়ী। সবারই কিছু কিছু চরিত্রকে পুরোপুরি পাল্টে ফেলতে মন চায়, গল্পের মোড় ঘোড়াতেও মন ছটফট করে।
আর এরকমেরই উদ্যেগ নিয়ে সম্পূর্ন নতুন ভাবে আসছে আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত গল্পের আড্ডা
গল্পজকী
চোখরাখুন:[link|http://www.galpojockey.com|Galpo Jockey]
আর এরকমেরই উদ্যেগ নিয়ে সম্পূর্ন নতুন ভাবে আসছে আপনাদের দ্বারা নিয়ন্ত্রিত গল্পের আড্ডা
গল্পজকী
চোখরাখুন:[link|http://www.galpojockey.com|Galpo Jockey]
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)