পৃষ্ঠাসমূহ

Notice:

Comming Soon

বুধবার, ১২ মে, ২০১০

তবুও চাকা ঘোরাতে হবে

পাদুটো যায় ভেঙ্গে, মুখটা ভেজা ঘামে
তবুও চাকা ঘোরাতে হবে, পথের ডানেবামে,
হায়রে কপাল! বিশ্রামরও পায় না তারা ভাগ
পৃথিবীতেই বেঁচে থাকা, মনে হয় যেন পাপ।

পরনের কাপড়ই সাথে থাকে, গ্রীষ্ম কিবা বর্ষা
মাথার উপরের খাখা রোদ্দুর কিবা কনকনে ঠান্ডা,
শত কষ্ট শত অবিচার জমা হয় প্রতিদিন
তবুও চাকা ঘোরাতে হবে, শোধরাতে হবে ঋণ।

হয়না খাওয়া পেটটি ভরে, জমাতে হবে টাকা
ছেলেমেয়ের মুখটা ভেসে ওঠে‌
খাওয়া হবে, পাঠালে টাকা শহর থেকে ওদের বাবা।
চোখে চলে আসে পানি, করেনি ক্ষমা বিধাতা ওদেরও
টানতে হবে বাপেরই মতনই, জীবন পাপের ঘানি।

সময়ের সাথে দাড়ি চুলে ধরে পাঁক
আর যে পারেনা শরীর, মন বলে এবার থাক।
তবুও অভাব করে না ক্ষমা, সন্তানেরা নেই সাথ
কেউতো নেই দেবে বিশ্রাম, দুখের নেবে ভাগ।

পাদুটো যায় ভেঙ্গে, মুখটা ভেজা ঘামে
তবুও চাকা ঘোরাতে হবে, পথের ডানেবামে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন