পৃষ্ঠাসমূহ

Notice:

Comming Soon

মঙ্গলবার, ১১ মে, ২০১০

স্বপ্নকন্যা

আমি বুঝিনা স্বপ্নকন্যা কে,
একটিবারও ডুবতে পারিনি তার রূপের বন্যাতে;
কে জানে স্বপ্নকন্যা কে?

স্বপ্নকন্যা খুঁজতে যেয়ে
পাইনি নতুন কারোর দেখা,
এসেছে বারবার ফিরে
পাশের বাড়ীর নিলু
অথবা সহপাঠী শশীর কথা।

স্বপ্নকন্যা নাকি স্বপ্নে আসে!
স্বপ্নেতেই বসবাস।
কেউ আসেনি স্বপ্নে আমার,
তার জন্য মন করে ফিঁসফাঁস।

স্বপ্নকন্যা দেয়না দেখা
নেয়না কোন খবর,
নীলু শশীও দিনে দিনে
হচ্ছে আমার উপর বেজাড়।

স্বপ্নকন্যা, তুমি নির্মম
থাকযে সবারই মরমে;
আমি চাই না, বুঝতেও চাইনা
কে জানে স্বপ্নকন্যা কে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন